আমুদরিয়া নিউজ: চোটের কারণে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। তাঁর জায়গায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন অলি পোপ। শুধু তাই নয়, জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে। বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং প্রথম একাদশে এসেছেন। সিরিজ়ের প্রথম টেস্ট খেলতে নামবেন গাস অ্যাটকিনসন। দলে এসেছেন ডানহাতি পেসার জেমি ওভার্টনও। এ ছাড়া ইংল্যান্ড দলে এসেছেন জেকব বেথেল। স্টোকসের ছিটকে যাওয়া নিঃসন্দেহে ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা। কারণ, এই সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তিনিই।
ইংল্যান্ডের প্রথম একাদশ: জ়াক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন এবং জশ টং।