আমুদরিয়া নিউজ: এশিয়া কাপে কোনও স্পনসরের লোগো ছাড়া জার্সি পরে খেলছে টিম ইন্ডিয়া। যদিও খুব তাড়াতাড়ি সে শূন্যস্থান ভরাট হতে চলেছে বলেই আশ্বাস দিয়েছেন বিসিসিআইয়ের সহ–সভাপতি রাজীব শুক্লা। তিনি জানান, ড্রিম ১১-এর সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে নতুন স্পনসরের খোঁজ শুরু হয়েছে। আগামী ১৫–২০ দিনের মধ্যেই নতুন জার্সি স্পনসরের নাম ঘোষণা করা হবে। ১৬ সেপ্টেম্বর বন্ধ হচ্ছে দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত। শুক্লর কথায়, ‘টেন্ডারের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেক সংস্থা আগ্রহ দেখিয়েছে। সব কিছু পাকা হলে বলে দেওয়া হবে। আশা করছি ১৫–২০ দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন!’