আমুদরিয়া নিউজ: পাঁচটি টি-২০ ও ৩টি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছে ভারতের মহিলা ক্রিকেট দল। দুই সিরিজের দলেই সুযোগ পেলেন শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ। ইংল্যান্ড সফরের শুরুতেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২৮ জুন থেকে শুরু হবে এই সিরিজ। এরপর আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া ((উইকেটকিপার)), হার্লিন দেওল, দীপ্তি শর্মা, স্নেহ রানা, এন শ্রী চরানি, শূচি উপাধ্যায়, আমনজ্যোৎ কৌর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড় ও সায়ালি সাতঘড়ে।
ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, স্নেহ রানা, এন শ্রী চরানি, শূচি উপাধ্যায়, আমনজ্যোৎ কৌর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড় ও সায়ালি সাতঘড়ে।