আমুদরিয়া নিউজ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের জন্য ঘোষিত হল ভারতের টেস্ট দল। প্রত্যাশিতভাবেই অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল। সহ–অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। দলে দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন হয়েছে। তাঁরা হলেন দেবদত্ত পাড়িক্কল এবং নীতীশ কুমার রেড্ডি। বাদ পড়েছেন করুণ নায়ার। দীর্ঘদিন বাদে টেস্ট দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। ২ অক্টোবর থেকে অহমদাবাদে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১০-১৪ অক্টোবর, দিল্লিতে।
ঘোষিত ১৫ জনের দল: শুভমন (অধিনায়ক), জাডেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।