আমুদরিয়া নিউজ: আজই ঘোষণা হবে এই বছরের নোবেল শান্তি পুরস্কার। সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে পূর্বসূরি বারাক ওবামাকে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন ওবামা কিছুই না করার আর আমেরিকাকে ধ্বংস করার জন্য এই পুরস্কার পেয়েছেন। ট্রাম্প আরও বলেন যে ওবামা মোটেই ভালো রাষ্ট্রপতি নন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি পুরষ্কারের পিছনে ছুটছেন না। বরং হতাশা প্রকাশ করেন , ওবামা তার রাষ্ট্রপতিত্বের মাত্র কয়েক মাস পরেই নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন বলে। ওবামার সম্মানপ্রাপ্তি নিয়ে ক্ষোভ উগড়ে ট্রাম্প বলেন, “তিনি কিছুই না করার জন্য এটি পেয়েছেন। তারা ওবামাকে এটি দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া একেবারে কিছুই না করার জন্য”। গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং আটটি যুদ্ধ শেষ করার কৃতিত্বও দাবি করেন ট্রাম্প।
