আমুদরিয়া নিউজ: বিদেশের মাটিতে আবারও বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। রাষ্ট্রপুঞ্জের সভার বাইরেও ‘গো ব্যাক টু পাকিস্তান’ স্লোগান শুনতে হল ইউনূসকে। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখেন ইউনূস। বক্তৃতায় গত এক বছরে বাংলাদেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের দফতরে তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, তখন বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা মূলত আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক। তাঁদের অভিযোগ, ইউনুসের জমানায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে বাংলাদেশে। রাষ্ট্রসংঘের সামনের জমায়েত থেকে স্লোগান ওঠে, ‘ইউনুস পাকিস্তানি। আপনি পাকিস্তানে চলে যান।’ বিক্ষোভকারীরা দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের দাবিও জানিয়েছেন।
