আমুদরিয়া নিউজ: মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ বিদেশমন্ত্রক ভারতের কাছে একটি নোট পাঠিয়েছে। তাতে ঢাকা সরকার আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে আবেদন করেছে, যাতে ভারতে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশের দাবি, শেখ হাসিনা এখন দিল্লিতে লুকিয়ে থাকা “পলাতক দোষী”। তাই তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা ভারতের “চুক্তিগত দায়িত্ব”—এমনটাই বলা হয়েছে বাংলাদেশের চিঠিতে। বিদেশমন্ত্রকের বক্তব্য, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত কাউকে অন্য দেশে আশ্রয় দেওয়া “শত্রুতামূলক আচরণ”।