আমুদরিয়া নিউজ: সঙ্গীতশিল্পী জ়ুবিন গার্গের মৃত্যুর তদন্তে নেমে আরও দু’জনকে গ্রেফতার করল অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃতদের মধ্যে রয়েছেন গায়কের ব্যান্ডের অন্যতম সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৪। এর আগে জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ২০ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। সূত্রের খবর, শেখরজ্যোতি এবং অমৃতপ্রভ দু’জনেই সেদিন জুবিন গর্গের সঙ্গে ওই বোটে ছিলেন। তদন্তকারী দলের তরফে জানানো হয়েছে, ভিডিওয় জুবিনের খুব কাছাকাছি যাঁকে সাঁতার কাটতে দেখা গিয়েছিল, তিনি অমৃতপ্রভ। গায়কের সাঁতার কাটার মুহূর্তও তিনিই ক্যামেরাবন্দি করেছিলেন। গত ছয় দিন ধরে টানা জেরা করা হচ্ছিল তাদের দুজনকে।