আমুদরিয়া নিউজ: ভিন রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আগামী ১৬ জুলাই মিছিলে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার শাসকদলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। পাশাপাশি দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে খবর। একাধিক রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার খবর উঠে এসেছে গত কয়েকদিন ধরে। গুজরাট, মহারাষ্ট্র, ওডিশা-সহ একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়ার অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
