আমুদরিয়া নিউজ : অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল অন্তত আটটি বন্য হাতির। রবিবার ভোরে অসমের হোজাই জেলায় এই ঘটনা ঘটে। সাইরাং–নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস চলন্ত অবস্থায় হঠাৎ হাতির একটি পালের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই আটটি হাতির মৃত্যু হয়। আরও একটি হাতি গুরুতর আহত হয় বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনসহ একাধিক কামরা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই ঘটনায় কোনও যাত্রী বা রেলকর্মীর প্রাণহানির খবর নেই।
ঘটনার পরেই রেল ও বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। আহত হাতিটিকে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং মৃত হাতিগুলির ময়নাতদন্তের প্রস্তুতি শুরু হয়। দুর্ঘটনার কারণে ওই রুটে বেশ কিছুক্ষণ রেল চলাচল ব্যাহত হয়। হাতির চলাচলের এলাকায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ ও সতর্কতা বাড়ানোর দাবি উঠেছে।