আমুদরিয়া নিউজ: মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ভারতের ১৫ জনের দল ঘোষণা করেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। জায়গা পাননি শ্রেয়স আয়ার ও যশস্বী জয়সওয়াল। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে।
ঘোষিত ভারতীয় দল
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, কুলদীপ যাদব, শিবম দুবে।
পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।