আমুদরিয়া নিউজ: এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই বাবার মৃত্যুর খবর পেলেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে। বৃহস্পতিবার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল আফগানিস্তান। মাহিশ থিকসানার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তরুণ স্পিনার। ম্যাচে স্পিনার দুনিথের এক ওভারে পাঁচটি ছক্কা মারেন আফগান ব্যাটার মহম্মদ নবি। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা সুরঙ্গ ওয়েল্লালাগের। বয়স হয়েছিল ৫৪ বছর। খেলা শেষ হওয়ার পরেই দুঃসংবাদ পান ওয়েল্লালাগে। বৃহস্পতিবার রাতের বিমানেই শ্রীলঙ্কায় ফিরেছেন ওয়েল্লালাগে। ম্যাচ জিতেও কোনও উৎসব করেনি শ্রীলঙ্কা টিম। শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন আফগান ক্রিকেটার নবিও।