আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই। টানা বৃষ্টির জেরে দার্জিলিং পাহাড়ের রাস্তাঘাট অতিমাত্রায় বিপজ্জনক হয়ে উঠেছে। সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়ক এখনও পুরোপুরি ঠিক হয়নি। ফলে সিকিম ও কালিম্পং যাতায়াতে ঘুরপথই ভরসা। বৃষ্টির জন্য পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে। মণ্ডপ তৈরির কাজ থমকে রয়েছে অনেক জায়গায়।
আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, প্রায় ১০ দিন বৃষ্টি হতে পারে। তা হলে পুজোর আয়োজন ঠিকঠাক সময়ে হবে কি না সেই চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা।