আমুদরিয়া নিউজ: বাগদান সেরে ফেললেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। বুধবার, মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সেরেছেন শচীনপুত্র। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সানিয়াও ব্যবসায়ী। তাঁর নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান। বেশ কিছু দিন ধরে তিনি এবং অর্জুন সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। যদিও তেন্ডুলকর পরিবার বা ঘাই পরিবারের কেউই অর্জুন-সানিয়ার বাগদানের বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। ২৫ বছর বয়সী শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর একজন বাঁ-হাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। আইপিএলেও এবছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।