আমুদরিয়া নিউজ: নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বাংলাতেও। সম্প্রতি এমনই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং-এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অভিযোগ, উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তিনি। এমনকী মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে। অর্জুন বলেছেন, “কবে বাংলার যুবসমাজ জাগ্রত হবে রাজের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য! আমরা অপেক্ষায় আছি। বিনা রক্ত ঝরিয়ে কোনও দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকে বলেন গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাদের এই কথা বিশ্বাস করি না।” এরপরই তাঁর সংযোজন, “বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক। সেখানে ১৮ থেকে ৩০ বছরের যুবকরা দেখিয়ে দিয়েছে। বাংলায় এমনটা দরকার আছে। যেদিন বাংলার যুবসমাজ জাগ্রত হবে, আমাদের মতো লোকেদের ডাকলে প্রথম সারির থেকে নেতৃত্ব দিতে রাজি আছি।” অর্জুনের এই মন্তব্যর প্রেক্ষিতেই বিতর্কের সূত্রপাত।
