আমুদরিয়া নিউজ: ৫৮-য় দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ় খান। রবিবার মেয়ের জন্ম দেন অভিনেতার বর্তমান স্ত্রী সুরা খান। প্রথম স্ত্রী মলাইকা আরোরার সঙ্গে এক সন্তান রয়েছে আরবাজ় খানের। সেই ছেলের বয়স ২৩। যদিও ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় আরবাজ়-মলাইকার। এর পর ২০২৩ সালে পেশায় বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসেন অভিনেতা। আরবাজের বর্তমান স্ত্রী সুরা, আরবাজের থেকে প্রায় ২৩ বছরের ছোট। আর তা নিয়ে ট্রোলের মুখেও পড়েছিলেন আরবাজ। জানা যায়, পাটনা শুক্লা ছবির শুটিং ফ্লোর থেকেই আলাপ হয়েছিল আরবাজ ও সুরার। আর সেখান থেকেই প্রেম।