আমুদরিয়া নিউজ : নতুন বছর যেন ভূমিকম্পের বছর, প্রকৃতি যেন চোখে আঙুল দিয়ে সেটাই ইঙ্গিত করছে। বছরের শুরুতেই রিখটার স্কেলে ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিলো তিব্বত । ক্ষয়ক্ষতির মাত্রাও ছিল বেশি। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ১৫ দিনের মাথায় ৬.৯ মাত্রার তীব্র কম্পনে কেঁপে উঠল জাপান। কম্পনের কেন্দ্রস্থল মিয়াজাকি থেকে ৪৮.৯ কিলোমিটার দূরে।ভূমিকম্পের গভীরতা ছিল ৩৭ কিলোমিটার গভীরে। সেখানের সরকারের তরফে সুনামির পূর্বাভাসও জারি করা হয়েছে। ঘন ঘন এমন ভূকম্পন গুলিই কোনো বড় বিপদ বয়ে আনতে পারে কিনা ,তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন ভূতত্ত্ববিদরা।
