আমুদরিয়া নিউজ : ওডিশায় কাজ করতে গিয়ে ফের হেনস্থার অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। হুগলির গোঘাট এলাকার বাসিন্দা রাজা আলির দাবি, কটকে পাথরের কাজ করার সময় ভাষার কারণে তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। বাংলায় কথা বলার জন্য তাঁকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, তিনি লুকিয়ে কাজ করতেন। অভিযোগ, বুধবার রাতে একদল দুষ্কৃতী ঘরে ঢুকে মারধর করে তাঁর কষ্টার্জিত ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। জয় শ্রীরাম বলতেও তাঁকে বাধ্য করা হয় বলে দাবি রাজার। আতঙ্কে ওডিশা ছেড়ে বাড়ি ফিরেছেন তিনি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।