আমুদরিয়া নিউজ : দলীয় প্রার্থীর সমর্থনে বামেদের সভা চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন দলীয় প্রার্থীর সমর্থনে বামেদের পথ সভা হচ্ছিল কোচবিহারের সিতাই মোড়ে। অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের নেতা অক্ষয় ঠাকুর ওই সভায় বক্তৃতা রাখার সময় তৃণমূলের লোকজন সেখানে হামলা চালায়। বাম কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি করে তাড়িয়ে দেয়। চেয়ার টেবিল ফেলে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম নেতা অক্ষয় ঠাকুর সভায় বক্তৃতা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়ের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। এরফলে ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বামেদের অভিযোগ, তৃণমূল পক্ষ এদিন তাদের সভায় হামলা চালানো হয়। তবে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়। সেখানে একজন পুলিশ থাকলেও তিনি ঠুটো জগন্নাথ হয়ে ছিলেন বলে অভিযোগ।