আমুদরিয়া নিউজ: দুবাইয়ে আগামী রবিবার, ২১ সেপ্টেম্বর, এশিয়া কাপের সুপার ফোরে আগামীকাল দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের জন্য অ্যান্ডি পাইক্রফটকে ম্যাচ রেফারি হিসাবে পুনর্নিযুক্ত করল আইসিসি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানের বাকি ম্যাচগুলোয় পাইক্রফ্ট যেন ম্যাচ রেফারি হিসেবে না থাকেন। কিন্তু সেই দাবি মানল না আইসিসি। গ্রুপে ভারতের বিরুদ্ধে ম্যাচে টসের সময় সূর্যকুমার যাদব হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের দিকে তোপ দেগেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর তারা আইসিসিকে চিঠি লিখে দাবি জানায় অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরানোর জন্য। আইসিসি তাদের দাবি মেনে নেয়নি। সেই পাইক্রফটকে রবিবার ফের ম্যাচ রেফারি দেখা যেতে চলেছে।