আমুদরিয়া নিউজ : কী কাণ্ড! রঙ্গমঞ্চে নাটক চলাকালীন রাক্ষসের চরিত্রে অভিনয় করা এক অভিনেতা আচমকাই একটি জ্যান্ত শূয়োরের পেট চিঁড়ে মাংস খেয়ে নেয়। যা নিয়ে তোলপাড় ওড়িশার গঞ্জাম জেলা। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবারের ঘটনা। সোমবার সে রাজ্যের বিধানসভায় তা নিয়ে নিন্দা করা হয়। নাটকের আয়োজক বিম্বধর গৌড়াকেও প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা এবং বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।