আমুদরিয়া নিউজ : অমিতাভ বচ্চনের নাম উত্তরপ্রদেশের ঝাঁসির পুরোনো ভোটার তালিকায় উঠে আসায় শুরু হয়েছে চাঞ্চল্য। সম্প্রতি জানা যায়, ২০০৩ সালের একটি ভোটার তালিকায় অমিতাভ এবং তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের নাম রয়েছে ঝাঁসির একটি ঠিকানায়। তালিকায় দেখানো হয়েছে বাড়ি নম্বর ৫৪, কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানে কোনও দিনই বচ্চন পরিবারের কাউকে দেখা যায়নি। বর্তমানে ওই জায়গায় একটি মন্দির রয়েছে এবং সম্পূর্ণ অন্য এক ব্যক্তির নামে ভোটার তালিকায় নাম নথিভুক্ত। ঘটনা জানাজানি হতেই জেলা প্রশাসন পরিষ্কার করে জানিয়েছে, এটি পুরোনো নথির ভুল ছাড়া কিছুই নয়। ২০২৫ সালের বর্তমান ভোটার তালিকায় অমিতাভ বচ্চনের নামে কোনও এন্ট্রি নেই। প্রশাসনের দাবি, পুরোনো রেকর্ড থেকে ভুলবশত নামটি উঠে এসেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভোটার তালিকা আপডেটের কাজ আরও সতর্কতার সঙ্গে করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।