আমুদরিয়া নিউজ : শনিবার রাত ১০টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে পৌঁছান। বৃষ্টি উপেক্ষা করে বিজেপি কর্মী-সমর্থকরা ঢাক-কাঁসর বাজিয়ে তাঁকে স্বাগত জানান। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে শাহ বাইপাসের ধারে একটি হোটেলে যান। আজ রবিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সকালে রাজাহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় অংশ নেবেন, যেখানে রাজ্য ও জেলা স্তরের নেতারা উপস্থিত থাকবেন। এই সভায় আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রণকৌশল নির্ধারণের বার্তা দিতে পারেন শাহ। সন্ধ্যায় তিনি স্বামী বিবেকানন্দের জন্মভিটে বেলুড় মঠে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে বিএসএফের বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
 
					 
			 
		 
		 
		 
		