আমুদরিয়া নিউজ: পুজো উদ্বোধনে ২৬ সেপ্টেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন দুপুরের মধ্যে কলকাতায় নামবেন তিনি। এরপর শহরের দু’টি নামী পুজোর উদ্বোধনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একদিকে, সন্তোষ মিত্র স্কোয়্যার। অন্যদিকে, ইজেড সিসির দুর্গাপুজো। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ৯০ তম বর্ষে পা দিয়ে সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম অপারেশন সিঁদুর। বিজেপির একটি সূত্রের দাবি, কলকাতায় আরও দু’টি মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন শাহ। একটি উত্তর কলকাতায়। অন্যটি দক্ষিণ কলকাতায়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চূড়ান্ত সফরসূচি হাতে না-পাওয়া পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না বিজেপি নেতৃত্ব।
