আমুদরিয়া নিউজ: কৈলাস খেরের একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শা ও রাজনাথ সিং। সম্প্রতি ভারতীয় সেনাকে উৎসর্গ করে একটি গান গেয়েছেন কৈলাস। সেনাবাহিনীকে নিয়ে বাঁধা কৈলাসের এই দেশাত্মবোধক গানের সঙ্গে একাধিক জায়গায় দুই মন্ত্রীর কথা জুড়েছে। গানটির ভিডিয়োয় সেনাবাহিনীর সাহস, বীরত্ব নিয়ে দুই মন্ত্রীর বক্তৃতার বিভিন্ন ক্লিপিংস ব্যবহৃত হয়েছে। সেই সঙ্গে আলাদা করে তাঁদের কথাও রয়েছে ভিডিয়োয়। গানের শুরুতেই শোনা যায় রাজনাথ সিংয়ের কণ্ঠে একটি কবিতা। অন্যদিকে অমিত শাহের কণ্ঠে ফুটে ওঠে সীমান্ত রক্ষাকর্তাদের বীরত্বের গাথা। ‘ভারতীয় সেনা’ শীর্ষক গানটি শনিবারই মুক্তি পেয়েছে। আর ৪৮ ঘণ্টার মধ্যেই নেটভুবনে সাড়া ফেলে দিয়েছে এই মিউজিক ভিডিও। এখনও পর্যন্ত ৫ লক্ষেরও বেশি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে এই গান। যদিও এই গানের ভাবনা কৈলাসের নিজের নয়। এই গান বাঁধার প্রস্তাব এসেছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই। তবে কৈলাস কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এই গানটি তৈরি করেননি। গায়ক বলছেন, কেন্দ্রীয় সরকারের তরফেই এই গান তৈরি করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে।