আমুদরিয়া নিউজ : প্রয়াত হলেন অভিনেতা অমল চৌধুরী, যিনি আপামর বাঙালি দর্শকের কাছে দূরদর্শনের মহালয়ার ‘মহিষাসুর’ হিসেবেই স্মরণীয়। বুধবার অশোকনগরের নিজের বাড়িতে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চরম আর্থিক সঙ্কটের কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি বলেই জানা যাচ্ছে। অবিবাহিত অমলবাবু একাই থাকতেন। প্রতিবেশীদের ডাকাডাকিতে সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে বাড়ির তালা ভেঙে দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। নব্বইয়ের দশকে মহালয়ার ভোরে তাঁর অসুররূপী অভিনয় আজও দর্শকের মনে অমলিন।