আমুদরিয়া নিউজ: দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ উঠল। শনিবার সুখিয়াপোখরির কাছে ঘটনা হয়। এদিন রিম্ভিক এবং লোধামায় ধসে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন রাজু। সন্ধ্যার দিকে ফেরার পথে সাংসদের কনভয় লক্ষ্য করে কে বা কারা ঢিল ছুড়তে শুরু করে। যদিও এই হামলার ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন রাজু। জোরবাংলো থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছেন তিনি।
