আমুদরিয়া নিউজ : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ক্যাম্পাসে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। প্রায় ৩০–৪০ জন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য বিভিন্ন স্লোগান দেন, যা শোরগোল সৃষ্টি করেছে। এই ঘটনা মূলত ৫ জানুয়ারি ২০২০ সালের জেএনইউ হামলার ষষ্ঠ বার্ষিকী স্মরণ করার সময়ে সংগঠিত হয়েছিল, যদিও পরে এটি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক জামিন খারিজের সিদ্ধান্তের সঙ্গে যোগ করে দেখা হচ্ছে। বিজেপি নেতারা এই স্লোগানকে “টুকরে-টুকরে গ্যাং” ও “শহুরে নক্সাল” হিসেবে উল্লেখ করে কঠোরভাবে সমালোচনা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা বিভাগ দিল্লি পুলিশের কাছে FIR করার দাবিতে অভিযোগ দাখিল করেছে।