আমুদরিয়া নিউজ: বিজেপিশাসিত গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রী পদত্যাগ করলেন একযোগে। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সমস্ত মন্ত্রীরা। জানা গিয়েছে, গুজরাট মন্ত্রীসভা নতুন করে গঠন করা হচ্ছে। নতুন মন্ত্রিসভা তরুণ এবং প্রবীণ নেতাদের মিশ্রণে তৈরি হবে। পাশাপাশি সকল সম্প্রদায়ের এবং বর্ণের ভারসাম্য বজায় রাখা হবে। বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভার সম্প্রসারণ করে অন্তত ১০ জন নতুন দায়িত্ব পাবেন। বর্তমান মন্ত্রীদের অন্তত অর্ধেককে সরিয়ে দেওয়া হতে পারে। নতুন গুজরাত মন্ত্রিসভা শপথ নেবে শুক্রবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে, বেলা সাড়ে ১১টায়। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা।
