আমুদরিয়া নিউজ: প্রায় ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন আপ্তসহায়ক বেদিকা শেট্টি। জানা গিয়েছে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করতেন ওই যুবতী। অভিনেত্রীর আর্থিক লেনদেনের বিষয়টি তিনিই দেখতেন। আর সেই সুযোগেই ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে তিনি আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ও আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ ৯০ হাজার ৮৯২ টাকা তছরুপ করেছেন বলে অভিযোগ। আলিয়ার মা এবং প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার সোনি রাজদান এই বিষয়ে জুহু থানায় অভিযোগ দায়ের করেন। অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।