আমুদরিয়া নিউজ: রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মস্কো পৌঁছালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। জানা গিয়েছে, এই সফর পূর্ব নির্ধারিত ছিল। সেইমতোই মঙ্গলবার রাতে মস্কোয় পৌঁছন অজিত ডোভাল। সম্প্রতি ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে আমেরিকা, সেই কারণেই এই সফরের তাৎপর্য এবং গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। সূত্রের খবর, সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন ডোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হতে পারে। চলতি মাসের শেষের দিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে।
