আমুদরিয়া নিউজ: বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানের চাকা। সোমবার সকালে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে রানওয়েতে নামার চেষ্টা করছিল কেরলের কোচি থেকে মুম্বইয়ে আসা এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু আচমকা বৃষ্টির জেরে রানওয়েতে পিছলে যায় বিমানের চাকা। তড়িঘড়ি বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রী ও বিমানকর্মীকে নিরাপদে নামানো হয়। তাঁরা সকলেই অক্ষত রয়েছেন বলে খবর। তবে ঘটনায় দুমড়েমুচড়ে গিয়েছে বিমানের চাকা। বিমানের ইঞ্জিনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার জেরে রানওয়েও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরেই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। জানিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটেছে। বিমানটিকে আপাতত পরিষেবার বাইরে রাখা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষা করা হবে।
