আমুদরিয়া নিউজ : গাজায় চলতে থাকা যুদ্ধবিরতির অধীনে বৃহস্পতিবার আটজন পণবন্দিকে মুক্তি দিল হামাস। কিন্তু, বন্দিমুক্তি চলাকালীন, মুখ ঢাকা সন্ত্রাসবাদীদের উপস্থিতি এবং উন্মত্ত জনতার কারণে যে গন্ডগোল হয়, তার জেরেই ১১০ জন বন্দিমুক্তির প্রক্রিয়াকে স্থগিত করতে বাধ্য হয় নেতানিয়াহুর সরকার।
তিনি জানান, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক বন্দির ‘নিরাপদ মুক্তি’ নিশ্চিত করা হবে, ততক্ষণ তাদের তরফে বন্দি মুক্তির প্রক্রিয়া স্থগিত রাখা হবে।