আমুদরিয়া নিউজ : দুর্গাপুজোয় বৃন্দাবনের প্রেম মন্দির বানিয়ে দর্শনার্থীদের মন জিতে নিয়েছিল। এবার কালীপুজোয় অযোধ্যার রাম মন্দির বানিয়ে তাক লাগিয়ে দিল আলিপুরদুয়ার। এনএফ রেইলওয়ে বিলডার্স অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ার জংশনের কালীপুজোর এবছরের আকর্ষণ অযোধ্যার রাম মন্দিরের আদলে মন্ডপ। মঙ্গলবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন হয়। বৃষ্টি উপেক্ষা করে এদিন থেকেই শয়ে শয়ে দর্শনার্থী ভিড় করেন মন্ডপ দেখতে। এদিন সঙ্গীত শিল্পী কেশব দে-র সঙ্গীতানুষ্ঠান ছিল এখানে। রাম মন্দির দেখতে পুজোর কয়েকদিন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। তাহলে রাম মন্দির দেখতে হলে আর অযোধ্যা যেতে হবে না, আসতে হবে আলিপুরদুয়ার জংশনে।