আমুদরিয়া নিউজ: সম্প্রতি তুরস্কে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে শান্তি ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় দফার বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে কোন সমাধান সূত্র বের হয়নি। আর এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ অভিযোগ করলেন, ভারতের হাতের পুতুন হয়ে নাচছে আফগানিস্তান। মঙ্গলবার এক পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পা প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “কাবুলের মানুষ নয়াদিল্লির মদতে পুতুলনাচ নাচছেন। যদি আফগানিস্তান ইসলামাবাদের দিকে চোখ তুলে তাকায়, তাহলে চোখ উপড়ে ফেলা হবে।” চলতি মাসের শুরুতেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ শুরু হয়, যা নিয়ে উত্তেজনা বাড়ে দুই দেশের মধ্যে। পাকিস্তানের বিমান হামলা ও আফগানিস্তানের পাল্টা জবাবে সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি ফেরানোর লক্ষ্যে দু দফায় বৈঠকের পরেও কোনও সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি কাবুল এবং ইসলামাবাদ।