আমুদরিয়া নিউজ: বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম হলো আফগানিস্তান। সেখানে মাত্রাছাড়া গরমে নাজেহাল হতে হয় স্থানীয়দের। বিশেষত আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ফারেনহাইট) ছাড়িয়ে যায়। সবচেয়ে সমস্যা নিত্য যাত্রীদের। অতিরিক্ত গরমে গাড়ির এসি প্রায়ই নষ্ট হয়ে যায়। এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে এবং যাত্রীদের স্বস্তি দিতে ট্যাক্সিচালকেরা এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। তাদের ট্যাক্সিগুলোর ছাদে এখন পুরোনো, ধুলোমাখা ড্রাম এবং এর সঙ্গে লাগানো মোটা পাইপ বসানোর মতো অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। এগুলো মূলত হাতে তৈরি এয়ার কুলার, যা ট্যাক্সিচালকেরা নিজেরাই তৈরি করেছেন। চালকদের বক্তব্য, হাতে তৈরি এই এয়ারকুলার এসির চেয়ে ভালো কাজ করে। এসি শুধু গাড়ির সামনের অংশ ঠাণ্ডা করে। কিন্তু এই কুলার পুরো গাড়ির ভেতরে বাতাস ছড়িয়ে দেয়।
