আমুদরিয়া নিউজ : কাজের পরিবেশে যদি সঠিক সময় দিতে হয় তাহলে নিজের সহকর্মীকেই বিয়ে করে নিন। বেঙ্গালুরুতে এক ব্যক্তির এহেন উপদেশ সকলকে অবাক করে দিয়েছে। জীবনের সঙ্গে কর্মজীবনের একটি নির্দিষ্ট ব্যালেন্স রাখতে হয়। তাঁর মতে যদি কর্মস্থলের সহকর্মীকে বিয়ে করা যায় তা হলে কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় থাকবে। কোথাও বেশি সমস্যা হবে না। কিন্তু, বাড়িতে কোনও অনুষ্ঠান থাকলে দুজনেরই ছুটি লাগবে যে! একজন অসুস্থ হলে আঅরেকজনকেও ছুটি দিতে হবে যে! অনেক কোম্পানি তো স্বামী-স্ত্রীকে একযোগে নিয়োগ করে না। কিছু সংস্থায় অফিসে প্রেম করে দুজনে বিয়ে করলে একজনকে চাকরি ছাড়তে হয়। তার বেলা!
