আমুদরিয়া নিউজ: বুধবার নাকে অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। বৃহস্পতিবার দিতিপ্রিয়া নিজেই জানিয়ে দিলেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে কিছুদিন তাঁকে থাকতে হবে বিশ্রামে। সেই সঙ্গে আরও এক সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। টিআরপির তালিকায় প্রথমবার প্রথম স্থানে উঠে এসেছে দিতিপ্রিয়া ও জিতু কমলের ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। এদিন দর্শকদের ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় দিতিপ্রিয়া লেখেন, ‘আমার অস্ত্রোপচার সুষ্ঠভাবে মিটে গিয়েছে। আমার জন্যও আপনারা সকলে প্রার্থনা করেছেন। তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং একইসঙ্গে খুব ভালো খবর পেলাম ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক এখন বেঙ্গল টপার। এই স্থান অর্জন করা সহজ ছিল না। ধারাবাহিকের গোটা টিমকে এর জন্য অনেক শুভেচ্ছা। এটা কখনই দর্শকের ভালোবাসা ছাড়া হত না।’
