আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত বাসন্তী দেবী। সেই সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যা। একটা সময় তিনি কাজ করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেনদের সঙ্গে। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’ ছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মতো ছবিতে। শেষবার তাঁকে ছোট পর্দায় দেখা গিয়েছিল ‘গীতা এলএল বি’ সিরিয়ালে। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। প্রবীণ অভিনেত্রীর প্রয়াণে এদিন শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল।’
