আমুদরিয়া নিউজ: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। অভিনেতার কিডনি প্রতিস্থাপনও করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার দুপুরে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সতীশ প্রথম পরিচিতি পান ‘জানে ভি দো ইয়ারো’ ছবির মাধ্যমে। হাম সাথ সাথ হ্যায়, হাম আপকে হ্যায় কউন, ম্যায় হু না, কাল হো না হো, কভি হা কভি না, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে , ওম শান্তি ওম এর মতো একাধিক উল্লেখযোগ্য ছবি রয়েছে তাঁর ঝুলিতে। টেলিভিশনেও নজর কেড়েছিলেন সতীশ। সারা ভাই ভার্সেস সারা ভাই সিরিয়ালে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। সতীশের মৃত্যুতে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে।