আমুদরিয়া নিউজ: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম অভিনেত্রী করিশ্মা শর্মা। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের সঙ্গে দুর্ঘটনার খবর শেয়ার করেছেন। জানিয়েছেন মুম্বইয়ে লোকাল ট্রেনে করে শুটিংয়ে যাওয়ার কথা ভেবেছিলেন করিশ্মা। গন্তব্য ছিল চার্চগেট। কিন্তু ট্রেনে ওঠার আগেই দুর্ঘটনার শিকার অভিনেত্রী। মাথায় গুরুতর চোট পেয়ে আপাতত হাসপাতালে ভর্তি করিশ্মা শর্মা। করিশ্মার কথায়, “গতকাল মুম্বইয়ের চার্চগেটে শুটিংয়ে যাচ্ছিলাম। পরনে ছিল শাড়ি। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে তত ক্ষণে ট্রেনের গতি বেড়ে গিয়েছে। ভয় পেয়ে, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোর আঘাত পাই।” বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। অনুরাগীদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়েছেন তিনি। বলিউডে ‘রাগিনি এমএমএস’, ‘হোটেল মিলান’, ‘ফস্তে ফসাতে’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস্, ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতো ছবিতে অভিনয় করেছেন করিশ্মা।