আমুদরিয়া নিউজ: আর মাত্র ১০ দিনের অপেক্ষা। তারপরেই শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫। এরই মধ্যে হঠাৎ বদলে দেওয়া হল এশিয়া কাপের সময়সূচি। কোনও ম্যাচের দিন বদল হয়নি। তবে একটি বাদে সব ম্যাচ শুরুর সময় বদলে দেওয়া হল। ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হল। সংযুক্ত আরব আমিরশাহির সময় অনুযায়ী সন্ধে ৬.৩০ মিনিট থেকে অর্থাৎ ভারতে রাত ৮টা থেকে শুরু হবে খেলা। একটি ছাড়া প্রতিযোগিতার সব ম্যাচ এই সময়ে শুরু হবে। ব্যতিক্রম শুধু ১৫ সেপ্টেম্বরের আমিরশাহি বনাম ওমান ম্যাচ। এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল ৪টে (ভারতীয় সময় বিকাল ৫.৩০) থেকে। এই ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। কেনও শেষ মুহূর্তে সময় পরিবর্তন হল, সেই বিষয়ে আয়োজকদের তরফে স্পষ্ট করে কিছু বলা না হলেও মনে করা হচ্ছে, অতিরিক্ত গরম এড়াতেই এই সিদ্ধান্ত। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে।