আমুদরিয়া নিউজ ডেস্ক : এরকম হামলাও হয়! গোপনে পেজারের ব্যাটারির মধ্যে বিস্ফোরক ভরে রাখা হয়েছিল। তার পরে কোডিংয়ের মাধ্যমে একই সময়ে সব কটি পেজারে শব্দ তরঙ্গের হেরফের করে তাপমাত্রা বাড়িয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তাতেই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে।
মঙ্গলবার লেবাননের বেইরুটের ঘটনা। লেবাননের অভিযোগ, বিস্ফোরণের আড়ালে রয়েছে ইজরায়েলের গুপ্তচর সংস্থা।বিস্ফোরণ হয়েছে সিরিয়াতেও। সূত্র অনুসারে, প্রধানত হিজবুল্লা গোষ্ঠীর সদস্যদের কাছে থাকা পেজারেই বিস্ফোরণ হয়েছে। লেবাননের রাস্তাঘাট, দোকান-বাজারে যার কাছেই পেজার ছিল, তাতেই বিস্ফোরণ হয়।
ঘটনা হল, ৫ মাস আগেই এই পেজার হামলার ছক কষা হয়েছে বলে লেবাননের দাবি। সে সময়ে হিজবুল্লা তাওইওয়ানে ৫০০০ পেজারের বরাত দিয়েছিল। ইজারেয়েলের গুপ্তচরেরা সেখানে ঘাঁটি গেড়ে কোনভাবে পেজারের ব্যাটারিতে বিস্ফোরক ভরে এসেছিল বলে দাবি তাদের। ১৯৯৬ সালে মোবাইলের ব্যাটারিতে অল্প আরডিএক্স ভরে হামাস নেতা ইয়াহা আয়াসকে খুন করা হয় বলে দাবি তাদের।
ইদানীং মোবাইলের যুগে পেজার তেমন ব্যবহার হয় না। কিন্তু বেশ কিছু এলাকায় ইন্টারনেট না থাকায় সেখানে শব্দ তরঙ্গ নির্ভর পেজার ব্যবহার হয়ে থাকে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। জঙ্গি গোষ্ঠী, গুপ্ত সংগঠনও পেজার ব্যবহার করে থাকে।