আমুদরিয়া নিউজ : আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি পাবে বলে অভিষেক ব্যানার্জী এক সভা থেকে জানিয়েছেন। তিনি জানান, চা শ্রমিকদের মজুরি বর্তমানে দৈনিক ২৫০ টাকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য এই টাকা দিয়ে সংসার চালানো যায় না। তাই তৃণমূল ক্ষমতায় এলে তাদের মজুরি বাড়িয়ে দৈনিক ৩০০ টাকা করে দেওয়া হবে।