আমুদরিয়া নিউজ: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই তিনি জানান, সুদীপ বর্তমানে অসুস্থ থাকায় এই দায়িত্ব দেওয়া হল ডায়মন্ড হারবারের সাংসদকে। এছাড়া প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, রাজ্যসভায় দলের কাজে খুশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা নিয়ে সন্তুষ্ট নন তিনি। এদিকে অভিষেককে লোকসভায় দলের দলনেতা হিসেবে নেত্রী ঘোষণা করার পরই লোকসভায় এতদিন দলের চিফ হুইপের দায়িত্ব সামলানো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর পদ থেকে ইস্তফা দেন বলে জানা যাচ্ছে। এ দিনের বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্রের মধ্যে বাদানুবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।