আমুদরিয়া নিউজ: ভারতীয় দলের ওপেনার অভিষেক বচ্চন! ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে এমনটাই বলে বসলেন খোদ শোয়েব আখতার। শোয়েব বলেন, ‘যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে শুরুতেই আউট করে দেয়, তা হলে মিডল অর্ডারে কী হবে? ওদের মিডল অর্ডার তো ভালো খেলছে না।’ প্যানেলের বাকি সদস্যরা প্রাক্তন পাক পেসারের কথায় হেসে ফেলেন। আর সেই পর্বের ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হতেই পালটা শোয়েবকে বিদ্রুপ অভিষেক বচ্চনের। এক হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে অভিষেকের মন্তব্য, ‘স্যার, সব সম্মান রেখে বলছি… ওরাও সেটা পারবে বলে মনে হয় না! আর আমি তো ক্রিকেট খেলতেই পারি না।’