আমুদরিয়া নিউজ: বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যা মামলায় অভিযুক্ত বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ। এবার তাঁরা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন। আগামী ১৬ জুলাই বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, অভিজিৎ কলকাতার বেলেঘাটা অঞ্চলের বাসিন্দা এবং বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই খুন হন অভিজিৎ। সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের ওই তিন নেতা-নেত্রী। আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব যায় সিবিআইয়ের হাতে। সম্প্রতি কেন্দ্রীয় তদন্ত সংস্থা চার্জশিট জমা করেছে। তাতে ওই তিন জনের নাম রয়েছে। যদিও তাঁদের আইনজীবীদের দাবি, এই মামলায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁদের নাম জড়ানো হয়েছে।
