আমুদরিয়া নিউজ : আফগানিস্তানের একটি এলাকায় শুধু মহিলাদের ছবি তোলা ও প্রিন্ট করে দেওয়া দোকান চালু হয়েছে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশে স্টুডিওটি খোলা হয়েছে। এক দম্পতি সেটি চালু করেছেন। মেয়েরা যাতে কোনও অস্বস্তি ছাড়াই ছবি তুলতে পারেন এই চিন্তা থেকে স্টুডিওটি খোলা হয়েছে। স্টুডিওর এক ম্যানেজার সংবাদ মাধ্যমে জানান, আগে এই এলাকায় মেয়েদের জন্য কোনো স্টুডিও ছিল না। তাই তিনি ও তাঁর স্ত্রী স্টুডিও খোলার কথা ভাবেন। সেখানকার মেয়েরা অনেকেই স্টুডিও খোলায় খুশি।
