আমুদরিয়া নিউজঃ ফের একবার মর্টার শেল উদ্ধার হল কোচবিহারে। রবিবার কোচবিহার ১ নং ব্লকের ডাউয়াগুড়ির সামন্ত পাড়া এলাকায় জাতীয় সড়ক সংলগ্ন নদীর পাড় থেকে একটি মর্টার শেল উদ্ধার হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় কোচবিহার কোতয়ালী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে কোতয়ালী থানার পুলিশ এসে মর্টার শেলটিকে বালির বস্তা দিয়ে ঘিরে দেয়। জানা গিয়েছে, এই ধরণের মর্টার শেল ব্যবহার করে থাকেন সেনা জওয়ানরা। তবে উদ্ধার হওয়া মর্টার শেলটি কিভাবে সেই এলাকায় এল, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে পুলিশ। সোমবার মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে পুলিশের তরফে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। দিন কয়েক আগেই কোচবিহারে একটি মর্টার শেল উদ্ধার হয়। দিনহাটার চৌধুরীহাট গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছেই ওই মর্টার শেলটি উদ্ধার হয়। পাকিস্তানের নামাঙ্কিত উদ্ধার হওয়া মর্টার শেলটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরে বিননাগুড়ি সেনাছাউনি থেকে বম্ব স্কোয়ারড এসে সেই মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। তার রেশ যেতে না যেতেই ফের মর্টার শেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে কোচবিহারের গ্রামে।