আমুদরিয়া নিউজ : রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের আঘাতে আজারবাইজানের বিমনটি ধ্বংস হয়ে থাকতে পারে বলে সন্দেহ ক্রমশ জোরদার হচ্ছে একাধিক তদন্তকারী সংস্থার। সংবাদ সংস্থা আজারবাইজানের তদন্তকারী সংস্থার সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আঘাত হানা হয়েছিল। যদিও রাশিয়া তা মানতে চায়নি। রাশিয়া সরকারিভাবে জানিয়ে দিয়েছে, তদন্ত সম্পূর্ণ না হওয়া অবধি কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না।
তবে তদন্তকারী একটি সংস্থা সংবাদ সংস্থাকে জানিয়েছে, গ্রোজনিতে যাওয়ার সময় বিমানটির যোগাযোগ ব্য়বস্থা কাজ করছিল না। কারণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই যন্ত্র অকেজো করে দিয়ে থাকতে পারে। তবে আজারবাইজানের তরফে বিমানটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত হানা হয়েছিল বলে মনে করা হচ্ছে না। সে দেশের এক মুখপাত্র সংবাদ সংস্থাকে জানান, যাই হোক না কেন, যদি তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বিমানটি ধ্বংস হয়ে তাকে তা হলে রাশিয়া অন্তত তা স্বীকার করবে।